<p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোরবানির পশুর চামড়া নিয়ে চক্রান্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসছে কোরবানির ঈদে সারা দেশে লাখ লাখ পশু কোরবানি করা হবে। এসব কোরবানির পশুর চামড়ায় পূর্ণ হক দরিদ্র ও সম্বলহীন মানুষের। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, নানা কারণে চামড়ার প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, কোরবানির পশুর চামড়া নিয়ে কুচক্রি মহল যেন চক্রান্ত করতে না পারে, সে কারণে এখনই সরকারকে সতর্ক হতে হবে। পশুর চামড়ার প্রকৃত মূল্য থেকে যেন মানুষ বঞ্চিত না হয়, সেদিকে নজর রাখতে হবে।</span></span></p>