সরকারি সাত কলেজ

নীলক্ষেত মোড় অবরোধ, দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

  • * সাত ঘণ্টা অবরোধে চরম জনদুর্ভোগ * প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার * আটজন ঢাকা মেডিক্যালে
নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
নীলক্ষেত মোড় অবরোধ, দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
দাবি আদায়ে গতকাল রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

দাবি আদায়ে গতকাল রবিবারও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে।

আন্দোলন চলাকালে হেক্সিসল পান করে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে পড়েন আরো ছয়জন শিক্ষার্থী।

তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মৌখিকভাবে দাবি আদায়ের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলন স্থগিত করে ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু বলেন, ‘সকাল থেকে আন্দোলনে আমাদের ১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।

আমাদের আন্দোলনে সকাল থেকেই কোনো কর্তৃপক্ষ আসেনি। তবে শেষবেলায় তারা আমাদের নোটিশ দিয়েছে। নোটিশে সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি স্থগিত করা হয়েছে। পরীক্ষার ও ফরম পূরণের পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

কবি নজরুল সরকারি কলেজের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুন্না ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বলছে, পরবর্তী বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিতে। আমাদের দাবি আদায়ের মৌখিক আশ্বাস দিয়েছে তারা। মঙ্গলবার আমাদের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আমরা সেই আশ্বাসে আজকে (গতকাল) এখান থেকে সরে যাচ্ছি।’

 

যানজটে অচল সড়ক

এদিকে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মিরপুর রোডে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

সায়েন্সল্যাব-আজিমপুর সড়ক ও নীলক্ষেত-পিলখানা রোডে যানবাহন চলাচল বন্ধ থাকে। আজিমপুর থেকে কোনো বাস নিউ মার্কেটের দিকে যেতে পারেনি। ফলে সড়কের এই অংশটি ছিল একেবারে ফাঁকা। ভিন্নচিত্র ছিল উল্টো পথে। নীলক্ষেত মোড়ে এসে আজিমপুরমুখী সব গাড়ি আটকে যাওয়ায় এই পথে যানজট দীর্ঘ হয়েছে।

 

শিক্ষার্থীরা অসুস্থ

গতকাল আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু (২৪) ও কবি নজরুল সরকারি কলেজের তাকিবুর রহমান বাপ্পি (২৫) হেক্সিসল পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন। তিনি বলেন, ‘অসুস্থরা কী খেয়েছেন তা জানা যায়নি, বলেওনি। তাই তাঁদের পাকস্থলী ওয়াশ না করে  মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।’

তাঁদের হাসপাতালে নিয়ে আসা এক শিক্ষার্থী জানিয়েছেন, দুই শিক্ষার্থী হেক্সিসল খেয়েছেন। তাঁদের মুখে গন্ধ পাওয়া গেছে। এ ছাড়া বাকি ছয়জনকে জরুরি বিভাগে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাঁরা হচ্ছেন বেগম বদরুন্নেসা কলেজের সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল সরকারি কলেজের সাদেক বাপ্পি (২৪) ও মরিয়ম (২২); সরকারি তিতুমীর কলেজের মাহাবুব প্লাবন (২৫), সরকারি বাঙলা কলেজের রাজিব (২৩) ও ঢাকা কলেজের ইয়াসিন আলী সাগর (২৩)।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অসুস্থ হয়ে আসা শিক্ষার্থীরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

মন্তব্য

মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ অ্যাঞ্জেলের সামনে তাঁদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নেয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ