পানির অপর নাম জীবন। সেই পানি অনেক ক্ষেত্রেই অপচয় করে মানুষ। তাই পানির অপচয় রোধ এবং এর সঠিক ব্যবহার নিশ্চিতকরণে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শাখার সদস্যরা গাছের চারা রোপণ করেছেন।
শু ভ কা জে স বা র পা শে
পানির অপচয় রোধে ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘের উঠান বৈঠক
- ► বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে গাছের চারা রোপণ
কালের কণ্ঠ ডেস্ক

ক্ষেতলাল (জয়পুরহাট) : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্ষেতলালে পানির অপচয় রোধ এবং এর সঠিক ব্যবহার নিশ্চিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রোয়াইর-আমানীপাড়া গ্রামে এই আয়োজন করেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার সদস্যরা। বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল শাখার সভাপতি ও কালের কণ্ঠ ক্ষেতলাল প্রতিনিধি এম রাসেল আহমেদ বলেন, ‘পানি ছাড়া যেমন আমাদের জীবন অচল, তেমনি জলবায়ু ও প্রকৃতি, যা আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, তার স্বাভাবিক প্রবাহের জন্যও পানি অপরিহার্য। বিদ্যমান পানির সর্বোচ্চ সদ্ব্যবহার আর অপচয় রোধ করেই আমাদের এগোতে হবে।
চট্টগ্রাম : তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি মিনহাজ উদ্দিন রানা, সাধারণ সম্পাদক আয়রিয়ান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মারুফ, সহসাংগঠনিক সম্পাদক সাকিব, আইনবিষয়ক সম্পাদক আরিফ হজুর, আপ্যায়নবিষয়ক সম্পাদক চৌধুরী সাইফুল, কার্যকরী সদস্য মো. ইমন ও কাজী এহসান সাবিত।
সম্পর্কিত খবর

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার দুপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কাইয়ুম ও তারেক নামের দুই বন্ধু নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন আরো তিনজন। কাইয়ুম কুমিল্লার দেবীদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে এবং তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের নজরুল মিয়ার ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরো ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে একজন এবং গতকাল বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। অসুস্থ ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই : এনসিপি
নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছেন বলেও অভিযোগ তাদের। গতকাল বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তরে সংযুক্ত) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলার শিকার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা।

উখিয়ায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মঙ্গলবার রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করা হয়।