<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরকে ময়লামুক্ত, দূষণমুক্ত পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরসভায় অধিক গণবসতি হওয়ার কারণে রাস্তাঘাটে ময়লা ফেলে রাখতেন ব্যবসায়ী ও পৌরবাসী। দূষণমুক্ত ও সুন্দর শহর রক্ষার্থে পৌরসভার পক্ষ থেকে বিনা মূল্যে চার হাজার ডাস্টবিন বিতরণ করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ শহরে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে সংরক্ষণে রাখার আহবান করেছে। ক্লিন ভৈরব ও গ্রিন ভৈরব গড়ে তোলার জন্য সুন্দর নগরী গড়ে তুলতে পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। জানা যায়, ভৈরব পৌর শহরে জনসংখ্যা প্রায় তিন লাখ। তা ছাড়া ভৈরব বাজারে পাঁচ হাজার ক্ষুদ্র, মাঝারিসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শহরকে পরিচ্ছন্ন রাখতে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। রাত থেকে সকাল পর্যন্ত পরিষ্কার করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী ও পৌরবাসী সচেতনতার অভাবে যততত্র ময়লা ফেলে নোংরা করে চলাচলে অনুপযোগী করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব থেকে পরিত্রাণের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্ন রাখতে গত বৃহস্পতিবার প্রথম ধাপে চার হাজার ব্যবসায়ী ও পরিবারের মাঝে বিনা মূল্যে ডাস্টবিন দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>