<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিরুদ্ধে তোলা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। গতকাল শনিবার বিকেলে হোটেলের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই প্রতিবাদ জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোহসিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">“</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৩ আগস্ট হোটেলটির অধীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সাবেক কর্মচারী নুরুজ্জামান ও তাঁর কিছু অনুসারী হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। শুধু তা-ই নয়, পরদিন তাঁরা হোটেলের বাইরে বহিরাগতদের নিয়ে জড়ো হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন। এ ঘটনার পর আমাদের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে তাঁদের এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ জানাই। কিন্তু পরিতাপের বিষয়, নুরুজ্জামান গং ৩০ আগস্ট আবার সংবাদ সম্মেলন করে একই অভিযোগ তোলে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়নাঘর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আছে বলে প্রচার করে। এটি একেবারেই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">”</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে জানানো হয়, নুরুজ্জামান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্মরত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>