দরিদ্র দেশগুলোর মৌলিক খাতে ধনী দেশগুলোর অর্থ সহায়তা কমছে। ২০১০-২০১২ সালের ৬৯ শতাংশ থেকে ২০২০-২০২২ সালে এ ধরনের সহায়তা ৫৮ শতাংশে নেমে এসেছে। উপরন্তু অর্থ সহায়তার মধ্যে ঋণের অনুপাত বেড়েছে; কমেছে অনুদান এবং রেয়াতি অর্থায়ন। এসব কারণে দরিদ্র দেশগুলোতে দারিদ্র্য হ্রাসের লক্ষ্য অর্জন হচ্ছে না।
ওইসিডির প্রতিবেদন
দরিদ্র দেশগুলোতে অর্থ সহায়তা কমছে
নিজস্ব প্রতিবেদক

উন্নত ৩৮টি দেশের সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট—ওইসিডির বহুপক্ষীয় উন্নয়ন অর্থায়ন-২০২৪ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘দক্ষিণ এশিয়ায় বহুপক্ষীয় উন্নয়ন অর্থায়ন: সমস্যা ও সম্ভাবনা’ শিরোনামের এক ওয়েবিনারে গতকাল রবিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ঢাকায় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ওইসিডি যৌথভাবে এই আয়োজন করেছে।
প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন ওইসিডির অর্থনীতিবিদ, স্থাপত্য এবং বিশ্লেষক ইউনিটের বিশ্লেষক আবদুলায়ে ফ্যাব্রেগাস। প্রতিবেদেনর তথ্য-উপাত্ত তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, দীর্ঘদিনের উন্নয়ন সহযোগীদের পাশাপাশি উদীয়মান এবং অপ্রচলিত উন্নয়ন সহযোগীদের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে সংলাপ জোরদার করার সময় এসেছে।
আলোচনায় দক্ষিণ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের প্রগ্রাম কো-অর্ডিনেটর দিক্ষ্যা সিং বলেন, আগে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উভয় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেপালের প্রাপ্ত ঋণ ও অনুদানের পরিমাণ প্রায় সমান ছিল। তবে গত এক দশকে ঋণ উল্লেখযোগ্যভাবে অনুদান ছাড়িয়ে গেছে। এদের বিদেশি ঋণ এবং সুদসহ পরিশোধ করতে হচ্ছে।
শ্রীলঙ্কার পলিসি স্টাডিজ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ড. নিশা অরুণাতিলাকে বলেন, কভিড এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দরিদ্র দেশগুলোতে ওইসিডির সহায়তা বাড়ানো প্রয়োজন। দরিদ্র দেশগুলোর নিজেদের মধ্যে তথ্য সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন তিনি।
আরআইএসের সহযোগী অধ্যাপক সব্যসাচী সাহা বলেন, ওইসিডির প্রতিবেদনে গত বছরের প্রধান বাধাগুলো তুলে ধরা হয়েছে, যেমন—ক্ষমতা সংক্রান্ত সমস্যা, রিপোর্টিং প্রক্রিয়া এবং ক্রেডিট রেটিং মানদণ্ড, যা এখনো অব্যাহত রয়েছে। এখন সমাধানে মনোযোগ দিতে হবে। গ্লোবাল ইকোনমিক গভর্ন্যান্স ইনিশিয়েটিভের সহকারী পরিচালক ডা. ঋষিকেশ রাম ভাণ্ডারি বলেন, বহুপক্ষীয় অর্থায়নের প্রয়োজনীয়তা স্পষ্ট, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, যেখানে মূলধনের খরচ বেশি এবং বাজারে প্রবেশাধিকার সীমিত। এই অঞ্চলের দেশগুলোর বিশেষত পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগের জন্য উল্লেখযোগ্যভাবে বহুপক্ষীয় অর্থায়ন প্রয়োজন। এ ধরনের বিনিয়োগের বেশির ভাগই উন্নত অর্থনীতি এবং বাছাই করা উদীয়মান বাজারে আটকে আছে।
সামাজিক নীতি ও উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আসিফ ইকবাল বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে বিদেশি ঋণ পেতে একাধিক সংস্থার সম্পৃক্ততা প্রতিবেদন এবং মূল্যায়ন পরিচালনার জটিল প্রক্রিয়ার কারণে দরিদ্র দেশগুলোতে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়।
সম্পর্কিত খবর

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার দুপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কাইয়ুম ও তারেক নামের দুই বন্ধু নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন আরো তিনজন। কাইয়ুম কুমিল্লার দেবীদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে এবং তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের নজরুল মিয়ার ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরো ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে একজন এবং গতকাল বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। অসুস্থ ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই : এনসিপি
নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছেন বলেও অভিযোগ তাদের। গতকাল বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তরে সংযুক্ত) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলার শিকার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা।

উখিয়ায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মঙ্গলবার রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করা হয়।