বরগুনায় নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মন্টু দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস নিহত মন্টু দাসের স্ত্রীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ টাকা ও উপহারসামগ্রী তুলে দেন। পাশাপাশি মন্টু দাসের সন্তানের শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন অপর্ণা রায় দাসের স্বামী সুভাষ চন্দ্র দাস।