ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬
কাদের গনি চৌধুরী

জাকাতের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূর করা সম্ভব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাকাতের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূর করা সম্ভব
রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে গতকাল জাকাত কনফারেন্সে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, জাকাতের মাধ্যমে সমাজে ধনী-দরিদ্রের মধ্যকার বিরাজমান বৈষম্য দূর করা সম্ভব। এতে অর্থনৈতিক সমতার ক্ষেত্রও প্রস্তুত হয়। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত জাকাত কনফারেন্স ২০২৫-এ তিনি এসব কথা বলেন।

অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা জাকাতের অন্যতম গুরুত্ব উল্লেখ করে কাদের গনি বলেন, সমাজে কেউ কেউ সম্পদের পাহাড় গড়বে, সুউচ্চ ইমারতে বসবাস করবে, বিলাসবহুল জীবন যাপন করবে, বারে গিয়ে ফুর্তি করবে; আবার কেউ অনাহারে-অর্ধাহারে দিন কাটাবে, ডাস্টবিনে খাবার কুড়াবে, রাস্তায় রাস্তায় কাগজ খুঁজবে, সংসার চালাতে কিডনি বা সন্তান বিক্রি করবেএমন বিধান ইসলামে নেই।

সব শ্রেণির নাগরিকের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ইসলাম ধনীদের ওপর জাকাত ফরজ করেছে।

তিনি বলেন, যথাযথভাবে জাকাত দিলে সমাজের কোনো লোক অন্নহীন, বস্ত্রহীন ও গৃহহীন থাকবে না। বিনা চিকিৎসায় কষ্ট পাবে না।

ইসলামী অর্থনীতি পুঁজিবাদ সমর্থন করে না উল্লেখ করে কাদের গনি বলেন, ধনীর সম্পদে দরিদ্রের অধিকার আছে, তা অবশ্যই আদায় করতে হবে।

গরিবের অধিকার আদায় করলে মালিক দায়মুক্ত হবেন, সম্পদ পবিত্র হবে। অন্যথায় সম্পদ হালাল হবে না।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো অংশ নেন মুফতি গাজী সানাউল্লাহ রাহমানী, অধ্যাপক মো. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক রায়হান হোসেন, ওয়াইস খান নূর সোহেল, মুফতি সাইফুল ইসলাম, এস ডি খান, শেখ মাসুম বিল্লাহ বিন রেজা, শেখ আলী হাসান তৈয়ব ও মাওলানা আবদুল কাহার সিদ্দিকী।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৭.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৪ ডিগ্রি সে.। রংপুর ৩৩.৮ ডিগ্রি সে.।

খুলনা ৩৮.৪ ডিগ্রি সে.। বরিশাল ৩৬.৫ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৫.৬ ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৪ ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৫.০ ডিগ্রি সে.। রাজশাহী ১৯.৬ ডিগ্রি সে.। রংপুর ২৪.০ ডিগ্রি সে.। খুলনা ২৫.৫ ডিগ্রি সে.।
বরিশাল ২৫.৪ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৩.০ ডিগ্রি সে.। সিলেট ২৪.৮ ডিগ্রি সে.

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন

শেয়ার
চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন
চীন সফর শেষে গত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি : পিআইডি
মন্তব্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের ভেতর স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজালের ছেলে মোহাম্মদ সালাম (৪২)। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশের পণ্য পাচারকাজে জড়িত ছিলেন তিনি।

প্রতিদিনের মতো এদিন দুপুরে বাংলাদেশের চোরাই পণ্য নিয়ে মায়ানমার অভ্যন্তরে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে পাঠায়। সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি তিনি শুনেছেন।
আহত সালামকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সারজিস আরো বলেন, চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ (শনিবার) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ