<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে পৃথক আদালতে তোলা হলে আদালতের বিচারকদ্বয় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ জানান, গতকাল বিকেলে সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক সাইফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে বাগমারা থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকা থেকে রাজশাহী আনে। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁও : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদাবাজি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মামলায় গ্রেপ্তারের পর ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সাবেক এই এমপিকে বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ এলাকায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।</span></span></span></span></p> <p> </p>