<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বর্তমানে কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। সেই সঙ্গে উপাচার্য পদে আওয়ামীপন্থী কোনো শিক্ষককে নিয়োগ না দেওয়ারও দাবি জানান তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই দুই দাবিতে গতকাল সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মিছিল বের করেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনকারীরা জানান, দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।</span></span></span></span></p>