<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বিনি জিম্মাদারিগুলো আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা ফজলুল করীম কাসেমী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে রাজধানীর জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক। সভাপতির বক্তব্যে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দেশবাসীর প্রতি মহাসম্মেলনে শরিক হওয়ার উদাত্ত আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান উত্তরা, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রমুখ।</span></span></span></span></span></p>