<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে হিন্দু বা অন্য ধর্মের অনুসারীরা অত্যন্ত নিরাপদে আছেন। তাদের ধর্মচর্চার ক্ষেত্রে কোনো বাঁধা নেই। তাদের রাজনৈতিক-সামাজিক অধিকারও নিশ্চিত করা হয়েছে। অথচ তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প সম্প্রতি যা বলেছেন, তা হয়তো তাঁর নির্বাচনী প্রচারণার অংশ। কিছু ভোট কালেকশনের জন্য এ কথা বলেছেন। আমরা তাঁর এ কথার সঙ্গে একমত না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার সকালে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সুন্নাহ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক কর্মকর্তা বিগত সময়ে সরকারি টাকায় বিনা মূল্যে হজযাত্রা করেছেন। ধর্ম উপদেষ্টা আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা এবং জন্মাষ্টমী অত্যন্ত নিরাপত্তার সঙ্গে পালন করেছেন। সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। তাদের কিছু দাবি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন। দেশের সব নাগরিককে যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p>