<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রতিটি প্রাণীর রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর মধ্যে প্রজাপতির যেন গুণের শেষ নেই। পতঙ্গটি খবঢ়রফড়ঢ়ঃবত্ধ বর্গের অন্তর্ভুক্ত, যারা মনকাড়া রঙিন পাখার জন্য বিখ্যাত। তাদের পাখা, দেহ ও পা বিভিন্ন ধরনের রঙিন আঁশে আবৃত। তাপমাত্রা, আর্দ্রতা, মাটির গুণাগুণ, আলোর তীব্রতা, উদ্ভিদের উপস্থিতির  সামান্যতম  পরিবর্তনের ওপরও তারা সংবেদনশীল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকৃতিতে পরাগায়ণ থেকে শুরু করে খাদ্য শৃঙ্খলে প্রজাপতির গুরুত্ব অপরিসীম। বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে প্রজাপতির প্রজাতি রয়েছে ১৮ হাজারের বেশি এবং ভারতীয় উপমহাদেশে রয়েছে প্রায় দেড় হাজার। প্রখ্যাত প্রাণিবিদ ও প্রজাপতি বিজ্ঞানী অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিনের  প্রকাশিত সাম্প্রতিক গবেষণাপত্র অনুযায়ী, বাংলাদেশে এই প্রজাতিগত সংখ্যাটি ৪২০-এর বেশি। আইইউসিএন বাংলাদেশের লাল তালিকার তথ্য মতে, এ দেশে প্রজাপতির প্রজাতি রয়েছে ৩০৫টি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরাগায়ণে মৌমাছির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রজাপতি। মৌমাছির চেয়ে প্রজাপতি ফুলের পরাগ বেশি দূরে স্থানান্তরে সক্ষম। এতে পৃথিবীজুড়ে উদ্ভিদ প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য যেমন বাড়ছে, উদ্ভিদ প্রজাতি আরো রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন হয়ে উঠেছে। আমরা যে শাক-সবজি আর  ফলমূল খাই, এর পেছনে প্রজাপতি ভূমিকা অনস্বীকার্য। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞানীদের মতে, আমাদের খাবারের তিন ভাগের এক ভাগ আসে এই প্রজাপতি পরাগায়ণের কারণে। বিশ্বে প্রতিবছর খাদ্য অর্থনীতিতে প্রজাপতির অবদান প্রায় ২০০ বিলিয়ন ডলার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাদ্য শৃঙ্খলে প্রজাতির ভূমিকা বিশাল। পাখি, গিরগিটি, কিছু প্রজাতির বাদুড়, ফড়িং, মাকড়সা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব প্রাণী সরাসরি প্রজাপতি শিকার করে থাকে। এ জন্য যেখানে প্রজাপতি বেশি, সেখানে অন্যান্য প্রাণীও বেশি। এভাবে প্রজাপতি একটি জটিল ও সুস্থ খাদ্য শৃঙ্খল তথা বাস্তুতন্ত্র তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছু প্রজাপতির আচরণ মাংসাশী প্রাণীর মতো। যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় উপমহাদেশের দুটি পরিচিত প্রজাপতি অঢ়বভষু ও উধত্শ গড়ঃঃষব, যারা তাদের ক্যাটারপিলার ও প্রাপ্তবয়স্ক অবস্থায় খাবার হিসেবে মিলিবাগ (গবধষুনঁম) খেয়ে থাকে। এই মিলিবাগ আঁখ, লেবু, বাতাবি লেবু, কমলা, আঙুর, আনারস, কফি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব অর্থকরী ফসলের ব্যাপক ক্ষতি করে। এসব পেস্টের আক্রমণ দূর করতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে এসব প্রজাপতির গুরুত্ব অনেক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছু প্রজাপতি যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঞযব চঁত্ঢ়ষব ঊসঢ়বত্ড়ৎ ইঁঃঃবত্ভষু  পরিবেশের পচা-গলিত মাংস থেকে খাদ্য আহরণ করে, যা ডিকম্পোজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণা ও শিক্ষা উপকরণ হিসেবেও প্রজাপতির ভূমিকা ব্যাপক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশের সামন্যতম  পরিবর্তনের ওপরও তারা সংবেদনশীল। তাই এদের জলবায়ু পরিবর্তনের নিদের্শক হিসেবে এদের বিবেচনা করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিন্তু প্রতিনিয়ত এই প্রজাপতি কমে যাচ্ছে পরিবেশ থেকে। পোষক উদ্ভিদের সংখ্যা কমে যাওয়া, বৃক্ষ নিধন, অপরিকল্পিত নগরায়ণ, জনসংখ্যার অধিক চাপ, অতিরিক্ত পরিবেশ দূষণ, তাপমাত্রার পরিবর্তন, কলকারখানার বিস্তার, জলবায়ু  পরিবর্তনসহ বিভিন্ন কারণে প্রজাপতি আজ হুমকির মুখে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা বিশ্বেই প্রজাপতির সংখ্যা দিন দিন কমছে। আইইউসিএনের তথ্য মতে, বাংলাদেশে প্রাপ্ত প্রজাপতির ৬২ শতাংশই হুমকির মুখে। ঢাকা শহরে ৮-১০ বছর আগেও ১৩৭ প্রজাতির প্রজাপতি পাওয়া যেত। এখন তা অর্ধেকের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বৈশ্বিকভাবেও ইউরোপের বিভিন্ন দেশে ২০ থেকে ৫০ শতাংশ প্রজাপতি কমেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতিতে এত উপকারী একটি পতঙ্গ শুধু আমাদের অসচেতনতার কারণে হারিয়ে যাচ্ছে। পরিবেশের সুস্থতার জন্য, সর্বোপরি মানুষের কল্যাণের জন্য রক্ষা করতে হবে প্রজাপতিদের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশিকুর রহমান সমী : বন্য প্রাণী পরিবেশবিদ, গবেষক ও লেখক এবং দিপ্ত বিশ্বাস : বন্য প্রাণী বিষয়ে গবেষণারত শিক্ষার্থী</span></span></span></span></p>