<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার শেকৃবি ও এলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার এইএসও ৯০০১</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। শেকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ড. মো. মোস্তফা কামাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।</span></span></span></span></p> <p> </p> <p> </p>