<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে ট্রাকের ধাক্কার এক দিন পর রাজধানীর গুলিস্তান এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে চাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, হাসনাতের গাড়িকে একটি পিকআপ ভ্যান ও একটি বাস ধাক্কা দেয়। এতে হাসনাতকে বহনকারী প্রাইভেট কারটির পেছনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার থেকে নামার সময় গুলিস্তানের কাপ্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালক ওমর ফারুক ও পিকআপ ভ্যানের চালক আলামিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ছালেহ উদ্দিন বলেন, হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ফ্লাইওভার থেকে নামার সময় গুলিস্তানের কাপ্তান বাজারের টোল প্লাজার কাছে এলে একটি পিকআপ ধাক্কা দেয়।</span></span></span></span></p>