<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন পর ৬৫৩ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে মৌসুমের প্রথম জাহাজ যাত্রা করেছে। তবে কেয়ারি সিন্দাবাদ জাহাজের পরিবর্তে পর্যটক নিয়ে কক্সবাজার শহর থেকে চলাচল শুরু করেছে বার আউলিয়া জাহাজ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার সকাল ১০টার দিকে কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাত্রীরা ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেন। বিকেল সাড়ে ৩টায় জাহাজটির দ্বীপের জেটিতে পৌঁছে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) হোসাইন ইসলাম বাহাদুর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বার আউলিয়া জাহাজের ইনচার্জ বাহাদুর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু করতে পেরে আমরা আনন্দিত। এতে ভ্রমণপিয়াসিদের স্বস্তির পাশাপাশি পর্যটনসংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াছমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই কক্সবাজার থেকে মৌসুমের প্রথম জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। আমরা সব কিছু পরিদর্শন করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, সম্প্রতি নাফ নদে ডুবোচর জেগে ওঠায় নাব্যতা সংকট এবং মায়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস টেকনাফ-সেন্ট মার্টিন ও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ থাকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের যাতায়াত সাময়িক বন্ধ রাখে জাহাজ মালিক কর্তৃপক্ষ। ১ ডিসেম্বর পুনরায় সেন্ট মার্টিন যাওয়ার কথা থাকলেও স্বল্প যাত্রীর কারণে যাত্রা বাতিল করে কেয়ারি সিন্দাবাদ, এমনটি জানিয়েছেন কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী।</span></span></span></span></p>