<p>বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ভারত প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সমমর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে টিকে থাকতে চাই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই বাংলাদেশের জনগণ তার বিচার করবেন।’</p> <p>গতকাল রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ’শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সমন্বয়ক এসব কথা বলেন। গণ-অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান সারজিস আলম। তিনি বলেন, ‘আমরা বিবেক বেঁচে খাওয়া প্রজন্ম নই; যদি তাই হতো তাহলে এত বড় বিপ্লব আমরা করতে পারতাম না।’</p> <p> </p>