<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বনানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ছাড়া ৯ ঘণ্টা যান চলাচলের সুযোগ ছিল। গতকাল শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প দিয়ে গাড়ি উঠতে পেরেছে। ঢাকার বনানীতে অবস্থিত আর্মি স্টেডিয়ামে এক গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই এলাকার যানজট এড়াতে এই পদক্ষেপ নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে এমন তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্পিরিট অব জুলাই কনসার্ট উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এ অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশ।</span></span></span></span></span></p>