<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও উচ্চ আদালতে বিচারক নিয়োগের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গঠনের কাজ চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আইন মন্ত্রণালয়ের নেওয়া এসব উদ্যোগ অচিরেই দৃশ্যমান হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার সুপ্রিম  কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচার বিভাগ স্বতন্ত্রীকরণের প্রাতিষ্ঠানিকীকরণ ও উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠনের দ্বারপ্রান্তে  বিচার বিভাগ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সুপ্রিম কোর্ট ও অধস্তন বিচারকদের সামনে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঘোষিত রোডম্যাপের বিষয়বস্তু তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য আইন মন্ত্রণালয়ে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাঠান। এই প্রস্তাবনার সঙ্গে বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ ও প্রস্তাবিত সচিবালয়ের কাঠামো খসড়াও পাঠানো হয়। এই ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর আইনসচিব ও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তাদের সামনে কৌশলগত বিষয় উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির তিন কর্মকর্তা। এর ফলে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি বেগবান হয়। বর্তমানে বিচার বিভাগীয় সচিবালয় তৈরির বিষয়টি আইন মন্ত্রণালয়ে সক্রিয়ভাবে প্রক্রিয়াধীন রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আশা করা যায়, অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো দৃশ্যমান হবে। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠিত হলে অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি ইত্যাদি বিষয়ে প্রচলিত দ্বৈত শাসনের অবসান ঘটবে এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে।</span></span></span></span></span></p>