<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনিবার্য কারণ দেখিয়ে গত মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পগোষ্ঠী চট্টগ্রাম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এস আলম গ্রুপের মালিকানাধীন ৯টি কারখানা। বন্ধের পর থেকে বিপাকে পড়েছেন এসব কারখানায় কর্মরত প্রায় ১৫ হাজার শ্রমিক। পূর্বনির্দেশনা ছাড়া কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ পরিস্থিতিতে এস আলম কর্তৃপক্ষের কাছে ১০ দাবি উত্থাপন করেছেন শ্রমিকরা। তাঁরা বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দাবি না মানলে আমাদের অধিকারের জন্য আন্দোলন করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্ধ ঘোষণা করা ৯টি কারখানা হলো চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাতপণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড, নিজস্ব কারখানার জন্য নির্মিত ছোট বিদ্যুৎকেন্দ্র এস আলম পাওয়ার প্লান্ট এবং এস আলম পাওয়ার জেনারেশন। কারখানাগুলোর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের ইছানগর, মইজ্জারটেক ও কালারপুল এলাকায় অবস্থিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এস আলম গ্রুপের সব কর্মকর্তা ও কর্মচারীর ১০ দাবি হলো সাধারণ ছুটির নোটিশ আমরা মানি না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, যদি সাধারণ ছুটি কার্যকর করতে হয় তাহলে নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে এবং ওই সময়ে ডেলিভারি বন্ধ রাখতে হবে। কম্পানি কারখানা সচল রাখতে ব্যর্থ হলে এক মাসের মধ্যে সবার ন্যায্য পাওনা দিয়ে দিতে হবে। ১ থেকে ৫ তারিখের ভেতর বেতন দিতে হবে। সাধারণ ছুটি চলাকালীন জরুরি এবং নিরাপত্তা বিভাগে কর্মরত সবাইকে অধিক ভাতা প্রদান করতে হবে।</span></span></span></span></p>