<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামের বিরুদ্ধে দুই কোটি ৯ লাখ টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ২০২৪-২৫ নিরীক্ষা অর্থবছরের জন্য গঠিত নিরীক্ষাদল ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের বিল ভাউচার, চুক্তি কার্যাদেশ, ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের ভাউচার, ডেলিভারি চালান, ভ্যাট চালান, ইডিসিএলের মূল্য তালিকা ও ব্যয় বিবরণী পর্যালোচনা করে এই আপত্তি প্রতিবেদন দাখিল করে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলামের তত্ত্বাবধানে এই অডিট কর্যক্রম পরিচালিত হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরের ওষুধ ও অস্ত্রপচার সরঞ্জামাদি (এমএসআর) কেনার জন্য চার কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দ থেকে ৬৫ শতাংশ অর্থ ব্যয়ে ওষুধ কেনার সরকারি নির্দেশনা থাকলেও সাবেক তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম বিধিবহির্ভূতভাবে ৯১.৯২ শতাংশ টাকা ব্যয়ে শুধু ওষুধ ক্রয় করেছেন। এতে সরকারের এক কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া তিনি প্যারাগন নামের একটি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বেশি দামে মন্টিলুকাস ও ক্যালসিয়াম ট্যাবলেট কিনেছেন। কিন্তু ওই দুটি ওষুধ সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগ (ইডিসিএল) থেকে কেনার নির্দেশনা ছিল। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস কম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে ১০ টাকা ৬৭ পয়সা দামে মন্টিলুকাস ও দুই টাকা ৯২ পয়সা দামে ৫০০ মিলি গ্রামের ক্যালসিয়াম ট্যাবলেট ক্রয়ের নির্দেশনা ছিল। কিন্তু হাসপাতালটির তৎকালীন তত্ত্বাবধায়ক নিয়মবহির্ভূতভাবে বেসরকারি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যারাগন এন্টারপ্রাইজ থেকে ১৫ টাকা ৮৪ পয়সা দামে মন্টিলুকাস ও সাত টাকা ৯০ পয়সা দামে ক্যালসিয়াম ট্যাবলেট কিনেছেন। এই খাতেই অতিরিক্ত নিয়মবহির্ভূত ব্যয় হয়েছে ৩০ লাখ ৫১ হাজার টাকা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসবাব কেনার ভ্যাট কর্তনেও বড় রকমের অনিয়ম করেছেন তিনি। আসবাব কেনার পর ১৫ শতাংশ হারে ভ্যাট কর্তনের সরকারি বিধান থাকলেও তিনি আসবাব সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স হারমাইন এন্টারপ্রাইজ বিল পরিশোধের সময় ভ্যাট কর্তন করেছে মাত্র ৭.৫ শতাংশ। ফলে সরকার রাজস্ব হারিয়েছে অন্তত এক লাখ ৪৭ হাজার টাকা। এ ছাড়া প্রয়োজন মূল্যায়ন ছাড়াই তিনি ভোগ্য জিনিস কেনায় ৪৪ লাখ ৩১ হাজার টাকার লোকসান করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি জবাব দেওয়া হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গেল বছরের আগস্টে জেলা সদর হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামের অনিয়ম-দুর্নীতি নিয়ে কালের কণ্ঠের অনলাইন ও প্রিন্ট ভার্সনে দুই পর্বের প্রতিবেদন প্রকাশ করা হয়, যা নিয়ে সে সময় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।</span></span></span></span></span></p>