<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে প্রথম দিনের শুনানি হয়। আজ বুধবার আবার শুনানির জন্য রাখা হয়েছে। আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুনানিতে আইনজীবী কায়সার কামাল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ট্রাস্ট গঠনের জন্য ১৯৯১ সালে কুয়েতের আমির তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তহবিলে ১২ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন।</span></span></span></span></p>