<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষিজমি না থাকলেও শুধু ছাদবাগানের দোহাই দিয়ে ঢাকায় পদায়ন নেওয়া কৃষি কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ঢাকার তিনটি সার্কেলের ১৯ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। ঢাকার অন্যান্য কৃষি সার্কেল থেকে কৃষি কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম পর্যায়ে উত্তরার মেট্রো সার্কেলের দায়িত্বে থাকা পাঁচজন, কামরাঙ্গীর চরের দুজন এবং তেজগাঁও কৃষি সার্কেলের ১২ জনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাকে আগামী ১২ জানুয়ারির মধ্যে বদলীকৃত স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যোগদান না করলে তাঁরা স্ট্যান্ড রিলিজ হবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা আঞ্চলিক কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক মো. জাকির হোসেন কালের কণ্ঠকে জানান, প্রথম পর্যায়ে ১০ বছরের বেশি সময় ঢাকায় কর্মরত রয়েছেন, এমন কর্মকর্তাদের বদলি করা হচ্ছে। এসব কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করবেন। ঢাকার অন্যান্য সার্কেলের উপসহকারী কৃষি কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলি করা হবে। ঢাকার এসব কর্মকর্তা বদলি হলেও নতুন করে ঢাকায় এসব পদে কাউকে বদলি করে আনা হবে না।</span></span></span></span></span></p>