<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারে গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর খুলনার দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে জানাজা শেষে কৃষি কলেজ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় কেসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এর আগে কক্সবাজার থেকে শনিবার ভোররাতে টিপুর মরদেহ দেয়ানার বাড়িতে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে টিপুর স্ত্রী ও দুই সন্তানের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল সি গালের সামনে টিপুকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার দুপুরে টিপুর বোনের স্বামী ইউনূছ আলী শেখ কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার পরপরই কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর হাসান ইফতেখার চালু এবং কক্সবাজারের ব্যবসায়ী ও শহরের টেকপাড়া এলাকার নুরুল কবির ভট্টুকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।</span></span></span></span></span></p>