<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজার শহরতলির ঝিলংজা লিংক রোড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ফেলে জমি ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা করছে একদল সন্ত্রাসী। এমনকি খরিদসূত্রে জমির মালিকপক্ষকে হত্যার হুমকিও দিচ্ছে তারা। এতে করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমির তত্ত্বাবধায়ক আবু সাইম জানান, ঝিলংজা মৌজার বিএস ৮৯ খতিয়ানের ১৪৬৪০ দাগের খরিদা সূত্রে জমির মালিক বসুন্ধরা ইকোনমিক জোন ট্যুরিজম লি.। কিন্তু সম্প্রতি জনৈক আবদুর রহিম ওরফে আবদুর রহমান ওই জমি নিজের দাবি করে রবিবার রাতে মাটি ভরাট শুরু করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে প্রতিকার চেয়ে বসুন্ধরা ইকোনমিক জোন ট্যুরিজমের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে আদালত আবেদন পর্যালোচনা করে নালিশি জমিতে বসুন্ধরা ইকোনমিক জোন ট্যুরিজম লিমিটেডের পক্ষে দখলে রয়েছে এবং নালিশি জমির সব ডকুমেন্ট রয়েছে বলে উল্লেখ করা হয়। আদালতের পক্ষে কক্সবাজার থানার ওসিকে বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় পক্ষ আবদুর রহিম গং জোরপূর্বক নালিশি জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে শান্তি ভঙ্গের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, আদালতের নির্দেশনা পেয়ে তিনি যথারীতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করতে গিয়ে বসুন্ধরার পক্ষের লোকজন ও কেয়ারটেকারকে হত্যার হুমকি দিচ্ছে আবদুর রহিম গং। এ কাজে আবদুর রহিম রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপকে ব্যবহার করছে। বসুন্ধরা গ্রুপের জমির কেয়ারটেকার আবদুল মান্নান ওরফে আবু হেনা জানান, আবদুর রহিমের পক্ষে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাঁকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে বলে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তোমাদের মানা করছি, তোমরা জায়গা ছেড়ে দাও। অন্যথায় মন্ত্রীর ছেলে এলেও কেটে ফেলব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আবু হেনার মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে তাঁকে হত্যার হুমকির ভয়েস রেকর্ড পাওয়া যায়। বসুন্ধরার পক্ষ থেকে জানানো হয়, ওমর ফারুক বুলবুল, জাহেদুর রহমান গং, কামরুন্নাহার গং ও শামসুল আলম থেকে ছয়টি দলিলমূলে এক একর ৬৫৫৬ শতাংশ জমি ক্রয় করলেও তাঁরা নানা তালবাহানা করে ওই জমি বুঝিয়ে দিচ্ছেন না। এই সুযোগে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে জমি দখলের চেষ্টা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।</span></span></span></span></p>