<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একুশ বছরেও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক সাহা হত্যার বিচার হয়নি। বারবার বিচার চেয়েও পাননি সহকর্মী ও স্বজনরা। এমন অবস্থায় আজ বুধবার পালিত হবে মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিকের হত্যাবার্ষিকী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাব থেকে রিকশায় করে আহসান আহমেদ রোডের বাড়িতে ফেরার সময় ক্লাবের অদূরে বোমা হামলায় নিহত হন মানিক সাহা। তিনি দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভির প্রতিনিধি ও বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। মানিক সাহা ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিক মানিক সাহা হত্যার ঘটনার রাতেই খুলনা সদর থানায় পৃথক মামলা হয়। বাদী ছিলেন খুলনা থানার তৎকালীন এসআই রণজিৎ কুমার পাল। ওই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। দুটি মামলার হত্যা অংশে ৯ আসামি সাজাপ্রাপ্ত হলেও বিস্ফোরক মামলায় সবাই বেকসুর খালাস পান। ২০১৬ সালের ৩০ নভেম্বর মামলার রায় দেন খুলনার দ্রুত বিচার আদালতের তৎকালীন বিচারক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে ২০০৭ সালের ১৯ মার্চ একই আসামিদের অভিযুক্ত করে বিস্ফোরক মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই বছর এ মামলার অধিকতর তদন্ত শেষে একজন যুক্ত হয়ে আসামি হন ১৪ জন। তবে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই আসামিদের মধ্যে তিনজন ক্রসফায়ারে মারা যান। পরে ১১ আসামি নিয়ে বিচার কার্যক্রম পরিচালিত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিক মানিক সাহার হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।</span></span></span></span></span></p>