তিন খুনের পর এলাকাজুড়ে আতঙ্ক, ঘাতকরা অধরা

  • ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
তিন খুনের পর এলাকাজুড়ে আতঙ্ক, ঘাতকরা অধরা

গত শুক্রবার রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফ আলী ওরফে হানেফ, তাঁর শ্যালক লিটন ও রাইসুল ইসলাম রাজুকে গুলি করে হত্যা করা হয়। ওই রাতেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে। পরে এই হত্যার দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু নামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে স্থানীয় গণমাধ্যমকর্মীদের খুদে বার্তা পাঠান। এ ব্যাপারে জাসদের পক্ষ থেকে জাসদ গণবাহিনী নামে তাদের কোনো সহযোগী সংগঠন নেই বলে দলটির সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

ওই বিবৃতিতে জাসদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা এবং হত্যায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দাবি করা হয়।

এই খুনের ঘটনার পরের দিন শনিবার রাতে উপজেলার নারায়ণকান্দি বাঁওড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এসব বিষয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের এড়িয়ে চলছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের এক ব্যক্তি বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে বাঁওড়পারে পর পর দুটি গুলির শব্দ হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে আরো দুই রাইন্ড গুলির শব্দ শোনা যায়।’

হঠাৎ তিন খুন, গোলাগুলি ও চরমপন্থীদের আনাগোনার খবরে ক্রমেই এলাকা অশান্ত হয়ে উঠছে বলে দাবি করছে স্থানীয়রা।

এই হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এমনকি কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, ‘স্থানীয়দের উদ্বেগ-উৎকণ্ঠার কথা শুনছি। পুলিশ এ নিয়ে কাজ করছে। হত্যাকারীদের শনাক্ত এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।’

 

মন্তব্য

সম্পর্কিত খবর

শিল্প প্রদর্শনী

শেয়ার
শিল্প প্রদর্শনী
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল ৯ দিনব্যাপী শিল্প প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
হা-মীম গ্রুপের জিএম হত্যা

নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহতের গাড়িচালক এবং হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম। গ্রেপ্তার অন্যজনের নাম নুরুন্নবী। গতকাল বুধবার গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁরা গাইবান্ধার সুন্দরগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার নৌ অঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতনে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল আশার আলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

এবারও পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বায়তুল মোকাররমের ঈদ জামাতের এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ