মাদারীপুর

টিসিবির ডিডির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

  • লাইসেন্স করতে লক্ষাধিক টাকা ঘুষ
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
টিসিবির ডিডির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
কামাল হোসেন

মাদারীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপপরিচালক (ডিডি) কামাল হোসেনের বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। টিসিবির পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের কোনো সংবাদ না করার জন্য কালের কণ্ঠের প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এদিকে পণ্যবাহী প্রতিটি ট্রাকের সঙ্গে মাঠ পর্যায়ে একজন করে ট্যাগ কর্মকর্তা থাকার কথা থাকলেও ট্যাগ কর্মকর্তারা জানেন না কার ডিউটি কোথায়। দু-একটি জায়গা ছাড়া বাকি স্পটগুলোতে ট্যাগ কর্মকর্তাদের ট্রাকের সঙ্গে পাওয়া যায়নি।

সপ্তাহব্যাপী অনুসন্ধানকালে ঘুষের টাকা লেনদেনের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ ছাড়া ডিডির বিভিন্ন দুর্নীতির বিষয়ে লাইসেন্স বাতিল হওয়ার ভয়ে ডিলাররা প্রকাশ্যে কিছু বলতে না চাওয়ায় তাঁদের বক্তব্যও গোপন ক্যামেরায় রেকর্ড করে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার জানান, মাদারীপুরে টিসিবির উপপরিচালক কামাল হোসেন প্রত্যেক ডিলারের কাছ থেকে ট্রাকপ্রতি এক থেকে দুই হাজার টাকা ঘুষ নেন। এর পরই ট্রাক মাঠ পর্যায়ে যাওয়ার অনুমতি দেন ডিডি।

টাকা না দিলে পণ্য দিতে টালবাহানা করেন। কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই শহরের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিতরণের কারণে অনেকেই পণ্য পাচ্ছেন না, এমন অভিযোগ দীর্ঘদিনের।

একাধিক ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিলাররা লাইসেন্স করতে গেলে লক্ষাধিক টাকা ঘুষ দিতে হয় ডিডি কামাল হোসেনসহ বিভিন্ন অফিসে। তবে বেশির ভাগ টাকা দিতে হয় ডিডি কামাল হোসেনকে।

টাকা না দিলে নানা ত্রুটি দেখিয়ে তাঁদের হয়রানি করা হয় মাসের পর মাস। আবার মোটা অঙ্কের টাকা নিয়ে একই ব্যক্তিকে একাধিক লাইসেন্স দিয়ে থাকেন বিভিন্ন নামে।

অন্যদিকে মাঠে তদারকির জন্য ট্যাগ অফিসার না থাকায় কিছু কিছু ডিলার সুবিধাভোগীদের কাছে ৬০ থেকে ৭০ শতাংশ পণ্য বিক্রি করে বাকি পণ্য নিয়ে দ্রুত চলে যান। এ সময় সুবিধাভোগীদের ট্রাকের পেছনে পেছনে ছুটতেও দেখা যায়। কখনো আবার জনতার চাপের মুখে পড়ে পণ্য বিক্রি করতে বাধ্য হন।

ফেরত নিয়ে যাওয়া পণ্য ডিলাররা বেশি দামে কালোবাজারে বিক্রি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে টিসিবির উপপরিচালক কামাল হোসেন বলেন, আপনারা যে টাকা লেনদেনের কথা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সমানভাবে সব কিছু দিচ্ছি এবং প্রতিদিন ট্যাগ অফিসারদের অবগত করছি। কোথাও কোনো অনিয়ম হলে আমরা ডিলারদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী বলেন, ডিসি স্যারের স্বাক্ষর নিয়ে আমরা পাঁচজন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছি। ট্যাগ অফিসারদের সঙ্গে ডিলারদের নামও ফিক্সড করে দিয়েছি। ডিলারের সংখ্যা বেশি হওয়ায় বাই রোটেশন ডিলার পরিবর্তন করা হচ্ছে। এটা সমন্বয় করার কথা টিসিবি কর্মকর্তার। প্রতি ট্রাকে ৪০০ প্যাকেট থাকবে। স্পটে পুরো সময় ট্যাগ অফিসাররা থাকবেন। পণ্য দেওয়া শেষ হলে ট্যাগ অফিসাররা ওখান থেকে চলে আসবেন। যদি কোনো অনিয়ম হয় তাহলে টিসিবি কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশ-ভারতের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ-ভারতের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত নৌ মহড়া বঙ্গোপসাগর ২০২৫ এবং সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আবু উবাইদা অংশগ্রহণ করেছে। ঢাকার ভারতের হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই সপ্তাহে বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় দুই নৌবাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য সহযোগিতামূলক প্রতিক্রিয়া সহজতর করেছে।

এই মহড়ায় বিভিন্ন জটিল অভিযান অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে সারফেস ফায়ারিং, কৌশলগত কৌশল, পুনরায় পূরণ, ভিজিট-বোর্ড-অনুসন্ধান-জব্দ (ভিবিএসএস) ক্রস বোর্ডিং, যোগাযোগ মহড়া, পেশাদার বিষয়ের ওপর অপারেশন দল এবং জুনিয়র অফিসারদের জন্য কুইজ এবং স্টিম পাস্ট। এই মহড়া উভয় নৌবাহিনীকে কৌশলগত পরিকল্পনা, সমন্বয় এবং তথ্য ভাগাভাগিতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিয়েছে, যাতে নির্বিঘ্নে সামুদ্রিক অভিযান পরিচালনা করা যায়। এই মহড়া দুটি নৌবাহিনীর মধ্যে সমন্বয় এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

রাজনৈতিক দলের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক নিয়ে সাংবাদিকরা লেখেন না

    মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজনৈতিক দলের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক নিয়ে সাংবাদিকরা লেখেন না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ডিআরইউ চত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও রাজনৈতিক নেতারা অংশ নেন। মির্জা আব্বাস বলেন, সাংবাদিকদের দায়দায়িত্ব অনেক বেশি।

সাংবাদিকদের কলমের জোর অনেক। আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে। আবার ক্ষতিও হয়ে যেতে পারে। আছিয়াকে ধর্ষণে অভিযুক্তদের বিচার দাবি করেন তিনি।
মির্জা আব্বাস আরো বলেন, সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকরা কেউ আসামি নন। এই দুঃখ কোনো দিন ভুলতে পারব না। ইফতারে দাওয়াত দেওয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি। ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউয়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

 

মন্তব্য
ইউজিসি চেয়ারম্যান

বাজেট বরাদ্দে জবি আগের তুলনায় অগ্রাধিকার পাবে

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
বাজেট বরাদ্দে জবি আগের তুলনায় অগ্রাধিকার পাবে

বাজেট বরাদ্দে আগের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ। গতকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, এখন অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে সরকার সময় পার করছে। তার পরও যতটুকু সম্ভব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের কল্যাণে যা কিছু করার তাই করব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝি। জগন্নাথের ছেলে ও মেয়ে উভয়েই অনেক স্ট্রাগল করে।

 

মন্তব্য

দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের হোলি খেলা

শেয়ার
দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের হোলি খেলা

দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের হোলি খেলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ