মাদারীপুর

টিসিবির ডিডির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

  • লাইসেন্স করতে লক্ষাধিক টাকা ঘুষ
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
টিসিবির ডিডির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
কামাল হোসেন

মাদারীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপপরিচালক (ডিডি) কামাল হোসেনের বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। টিসিবির পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের কোনো সংবাদ না করার জন্য কালের কণ্ঠের প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এদিকে পণ্যবাহী প্রতিটি ট্রাকের সঙ্গে মাঠ পর্যায়ে একজন করে ট্যাগ কর্মকর্তা থাকার কথা থাকলেও ট্যাগ কর্মকর্তারা জানেন না কার ডিউটি কোথায়। দু-একটি জায়গা ছাড়া বাকি স্পটগুলোতে ট্যাগ কর্মকর্তাদের ট্রাকের সঙ্গে পাওয়া যায়নি।

সপ্তাহব্যাপী অনুসন্ধানকালে ঘুষের টাকা লেনদেনের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ ছাড়া ডিডির বিভিন্ন দুর্নীতির বিষয়ে লাইসেন্স বাতিল হওয়ার ভয়ে ডিলাররা প্রকাশ্যে কিছু বলতে না চাওয়ায় তাঁদের বক্তব্যও গোপন ক্যামেরায় রেকর্ড করে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার জানান, মাদারীপুরে টিসিবির উপপরিচালক কামাল হোসেন প্রত্যেক ডিলারের কাছ থেকে ট্রাকপ্রতি এক থেকে দুই হাজার টাকা ঘুষ নেন। এর পরই ট্রাক মাঠ পর্যায়ে যাওয়ার অনুমতি দেন ডিডি।

টাকা না দিলে পণ্য দিতে টালবাহানা করেন। কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই শহরের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিতরণের কারণে অনেকেই পণ্য পাচ্ছেন না, এমন অভিযোগ দীর্ঘদিনের।

একাধিক ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিলাররা লাইসেন্স করতে গেলে লক্ষাধিক টাকা ঘুষ দিতে হয় ডিডি কামাল হোসেনসহ বিভিন্ন অফিসে। তবে বেশির ভাগ টাকা দিতে হয় ডিডি কামাল হোসেনকে।

টাকা না দিলে নানা ত্রুটি দেখিয়ে তাঁদের হয়রানি করা হয় মাসের পর মাস। আবার মোটা অঙ্কের টাকা নিয়ে একই ব্যক্তিকে একাধিক লাইসেন্স দিয়ে থাকেন বিভিন্ন নামে।

অন্যদিকে মাঠে তদারকির জন্য ট্যাগ অফিসার না থাকায় কিছু কিছু ডিলার সুবিধাভোগীদের কাছে ৬০ থেকে ৭০ শতাংশ পণ্য বিক্রি করে বাকি পণ্য নিয়ে দ্রুত চলে যান। এ সময় সুবিধাভোগীদের ট্রাকের পেছনে পেছনে ছুটতেও দেখা যায়। কখনো আবার জনতার চাপের মুখে পড়ে পণ্য বিক্রি করতে বাধ্য হন।

ফেরত নিয়ে যাওয়া পণ্য ডিলাররা বেশি দামে কালোবাজারে বিক্রি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে টিসিবির উপপরিচালক কামাল হোসেন বলেন, আপনারা যে টাকা লেনদেনের কথা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সমানভাবে সব কিছু দিচ্ছি এবং প্রতিদিন ট্যাগ অফিসারদের অবগত করছি। কোথাও কোনো অনিয়ম হলে আমরা ডিলারদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী বলেন, ডিসি স্যারের স্বাক্ষর নিয়ে আমরা পাঁচজন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছি। ট্যাগ অফিসারদের সঙ্গে ডিলারদের নামও ফিক্সড করে দিয়েছি। ডিলারের সংখ্যা বেশি হওয়ায় বাই রোটেশন ডিলার পরিবর্তন করা হচ্ছে। এটা সমন্বয় করার কথা টিসিবি কর্মকর্তার। প্রতি ট্রাকে ৪০০ প্যাকেট থাকবে। স্পটে পুরো সময় ট্যাগ অফিসাররা থাকবেন। পণ্য দেওয়া শেষ হলে ট্যাগ অফিসাররা ওখান থেকে চলে আসবেন। যদি কোনো অনিয়ম হয় তাহলে টিসিবি কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

মন্তব্য

মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ অ্যাঞ্জেলের সামনে তাঁদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নেয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ