রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল নোট তৈরির কাজে ব্যবহৃত উন্নতমানের প্রিন্টার, স্ক্যানার, কাগজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। জসিম উদ্দিন বলেন, ঈদের বাজারকে টার্গেট করে এই টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল চক্রের সদস্যরা।