মাগুরায় নির্যাতনের শিকার হয়ে সিএমএইচে মৃত্যুবরণ করা শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নেওয়া ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রবিবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ওই পোস্টে জামায়াত আমির লেখেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার একটি অসহায় পরিবার। তার বাবা একজন মানসিক রোগী এবং এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই।