রাজধানী ঢাকার বসুন্ধরায় আপন ফ্যামিলি মার্টের দ্বিতীয় আউটলেট জমে উঠেছে। সপ্তাহব্যাপী ক্রেতা সমাগম থাকলেও ছুটির দিনে ক্রেতার ভিড় বাড়ছে। শাক-সবজিসহ প্রয়োজনীয় গৃহস্থালি সব পণ্য একই স্থানে পাওয়ায় ক্রেতাদের আগ্রহের জায়গায় আউটলেটটি। এখানে বড় মাছ, ফ্রেশ গরু ও খাসির মাংসের পাশাপাশি বিভিন্ন জাতের জীবিত হাঁস-মুরগি পাওয়া যাচ্ছে খুচরা বাজারের চেয়েও কম দামে।
বসুন্ধরায় আপন ফ্যামিলি মার্টে ছুটির দিনে ক্রেতার ভিড়
- প্রয়োজনীয় সব কিছু থাকায় ক্রেতার আগ্রহ
নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার ‘সি’ ব্লকের উম্মে কুলসুম রোডের (প্লট : ৫৬/এ) আপন ফ্যামিলি মার্টের দ্বিতীয় আউটলেটে গিয়ে দেখা যায়, ক্রেতারা দেশি, ব্রয়লার ও পাকিস্তানি মুরগি কেনার জন্য ভিড় করেছে। এ ছাড়া হাঁস, কবুতর ও কোয়েল পাখি মিলছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুন্দর পরিবেশে তা সরবরাহ করছেন আউটলেটের বিক্রয়কর্মীরা।
‘ডি’ ব্লক থেকে আসা ক্রেতা রেজাউল করীম মাঝি বলেন, ‘এটি আমাদের জন্য স্বস্তিদায়ক।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আপন ফ্যামিলি মার্টে ফুড কোর্ট আর একটি পোশাকের স্টল চালু হচ্ছে। পাওয়া যাচ্ছে মাছ-মাংস, শাক-সবজি, ফলমূল, চাল-ডালসহ প্রয়োজনীয় সব নিত্যপণ্য।
প্রসাধনী কিনতে আসা ফাহমিদা ফাহমি বলেন, ‘বাইরের প্রসাধনী কিনতে ভয় হয়, কিছু নামি-দামি ব্র্যান্ডের দোকানে বিদেশ থেকে এনেছে বলেও ঠকায়। এখানে এত বড় একটি আয়োজন, ঠকানোর আশঙ্কা দেখছি না।’
আউটলেটটির ফ্লোর অপারেশন ম্যানেজার এমডি লোকমান খান বলেন, ‘ক্রেতাদের কথা বিবেচনা করে জীবিত হাঁস-মুরগি রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘প্রসাধনীসামগ্রী, মেডিক্যাল কর্নার, বিভিন্ন ডিনার সেটে আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের। যতই দিন যাচ্ছে ততই ক্রেতাসংখ্যা বাড়ছে; আমরা পজিটিভ সাড়া পাচ্ছি। অনেক জায়গাজুড়ে সুপারশপটি হওয়ায় ক্রেতারা প্রশংসা করছে। কারণ অনেক স্বস্তি নিয়ে তারা কেনাকাটা করতে পারছে। আমরা আরো কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমাদের মূল লক্ষ্য ক্রেতাদের মানসম্মত সেবা দেওয়া।’
জানা গেছে, গত ৬ মার্চ আপন ফ্যামিলি মার্টের দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং পরিচালক ইয়াশা সোবহান।
সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি
রংপুর অফিস

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাসহ যাঁরা হত্যার সঙ্গে জড়িত তাঁদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

সংক্ষিপ্ত
ইন্টারনেটের দাম ১০% কমল
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। গত শনিবার কম্পানির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কম্পানিগুলোর খরচ কমে আসবে। রবিবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বরাত দিয়ে তিনি জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে।

মোল্যা নজরুলের সম্পদ-ফ্ল্যাট জব্দ শেয়ার অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার বাজারমূল্য এক কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৫৪০ টাকা। একই সঙ্গে তাঁর নামে থাকা ৫৫ লাখ ৪৭ হাজার ৩০৬ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে রাজধানীর আফতাব নগরে ১২ লাখ ৮৩ হাজার ৪৬০ টাকা মূল্যের আড়াই কাঠার প্লট, বাড্ডার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ১৫ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা মূল্যের চার কাঠা প্লট, নারায়ণগঞ্জে পাঁচ লাখ টাকা মূল্যের ৬.৩৫ কাঠা জমি এবং রামপুরায় এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে।

হেফাজতে ইসলাম
বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে
নিজস্ব প্রতিবেদক

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের সমর্থন ও সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা প্রকাশ করা।