ঘটনাস্থল পিরোজপুর মডেল মসজিদ সাইট

হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্র সমন্বয়ক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্র সমন্বয়ক গ্রেপ্তার

পিরোজপুরে নির্মীয়মাণ সদর মডেল মসজিদের ঠিকাদারের কাছে চাঁদা দাবি, হামলা চালিয়ে অফিস ভাঙচুর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানি (৩২) পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাছিমপুর এলাকার মো. কিসলুর ছেলে। তিনি জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের ১ নম্বর সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

এ ঘটনায় নির্মীয়মাণ মসজিদের সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম পিরোজপুর সদর থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে পিরোজপুর পৌরসভার পেছনে নির্মীয়মাণ মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ঠিকাদারের অফিস ভাঙচুর, মারধর এবং সেখান থেকে পাঁচ লাখ টাকা লুটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়। মামলায় তিনজন এজাহারভুক্ত এবং ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলশ সুপার মো. মুকিত হাসান বলেন, দুই দিন আগে সানিসহ তাঁর দলের লোকজন শহরতলির বলেশ্বর ব্রিজ টোলঘর এবং মডেল মসজিদ নির্মাণ ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে।

শুক্রবার দুপুরে চাঁদা না পেয়ে তারা বলেশ্বর টোল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং পরে পিরোজপুর পৌরসভার পেছনে মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকদারি প্রতিষ্ঠানের অফিস ভাঙচুর করে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সানিসহ তিনজনের নামে মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই মামলায় সানিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, আমরা ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরা যাচাই-বাছাই করে দেখে যদি সত্যতা পাই, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর থানার ওসি মো. আবদুস সোবাহান বলেন, মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে এবং মামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাঁকে গ্রেপ্তার করেছি। এ ছাড়া পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো মামলা হয়নি।

তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাসহ যাঁরা হত্যার সঙ্গে জড়িত তাঁদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

গতকাল রবিবার রংপুরের রূপকথা কমিউনিটি হলে ইফতার ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইন্টারনেটের দাম ১০% কমল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইন্টারনেটের দাম ১০% কমল

বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। গত শনিবার কম্পানির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কম্পানিগুলোর খরচ কমে আসবে। রবিবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বরাত দিয়ে তিনি জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে।

এ ছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কম্পানিগুলোকে ডিডব্লিউডিএম সুবিধা দেওয়ার কথা হচ্ছে।

মন্তব্য

মোল্যা নজরুলের সম্পদ-ফ্ল্যাট জব্দ শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলের সম্পদ-ফ্ল্যাট জব্দ শেয়ার অবরুদ্ধ

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার বাজারমূল্য এক কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৫৪০ টাকা। একই সঙ্গে তাঁর নামে থাকা ৫৫ লাখ ৪৭ হাজার ৩০৬ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রাজধানীর আফতাব নগরে ১২ লাখ ৮৩ হাজার ৪৬০ টাকা মূল্যের আড়াই কাঠার প্লট, বাড্ডার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ১৫ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা মূল্যের চার কাঠা প্লট, নারায়ণগঞ্জে পাঁচ লাখ টাকা মূল্যের ৬.৩৫ কাঠা জমি এবং রামপুরায় এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে।

মন্তব্য
হেফাজতে ইসলাম

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের সমর্থন ও সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা প্রকাশ করা।

আওয়ামী পরিচয়ে কোনো সামাজিক ও রাজনৈতিক তৎপরতা চলতে দেওয়া যাবে না। এ ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ছদ্মবেশী ভারতীয় দালালদের কারণে ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন এবং চব্বিশের গণহত্যার বিচারিক প্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ