বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। গতকাল রবিবার দেশের একটি জাতীয় দৈনিকে এসংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসলসহ ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৭৩৮ কোটি টাকা। এই ঋণ আদায়ের জন্য ব্যাংকটি প্রতিষ্ঠানটির বন্ধকী ২০১.৭৫ শতক জমি এবং সেখানকার ভবন ও স্থাপনাগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।