অযৌক্তিক দাবির নামে গার্মেন্টসশিল্পে অস্থিরতা সৃষ্টি, সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ, নৈরাজ্য ও সহিংসতা করলে কঠোরভাবে তা দমনের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কলকারখানার শ্রমিকদের পাওনা বেতন-ভাতাদিসহ যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ও একমত। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ ব্যাপারে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।