চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এদিন ঐচ্ছিক ছুটি থাকবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে এই ছুটির ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই ছুটির আওতায় ওই দিন তিন জেলার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।