ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬
ঝিনাইদহ

লোমহর্ষক অপরাধ বেড়েই চলেছে

অরিত্র কুণ্ড, ঝিনাইদহ
অরিত্র কুণ্ড, ঝিনাইদহ
শেয়ার
লোমহর্ষক অপরাধ বেড়েই চলেছে

ঝিনাইদহে খুন, ধর্ষণ, হত্যা, অপহরণসহ লোমহর্ষক অপরাধের ঘটনা বেড়েই চলেছে। তুচ্ছ কারণে হাত-পা কেটে নেওয়া, প্রকাশ্যে গুলি করে হত্যা, গলায় অস্ত্র ধরে ধর্ষণ, হামলা-পাল্টাহামলাসহ নানা ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেছেন। এসব ঘটনা বৃদ্ধির পেছনে সামাজিক অস্থিরতা, অসাধু ব্যক্তিদের রাজনীতিতে প্রবেশ ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতার আধিপত্য বিস্তারকে দায়ী করেছেন অপরাধ বিশ্লেষকরা।

গত ৩ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদেপল্লীতে আবু তালেব নামের এক যুবককে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও পেটে লোহার রড ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের বাড়িতে পাঁচ দিন আগে এসেছিলেন আবু তালেব। বাড়িতে বেড়াতে এসে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। আবু তালেবের বড় ভাই মোহাম্মদ আলীর দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শৈলকুপার বন্দেখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সুফিয়ান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এর আগে ২১ ফেব্রুয়ারি শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফ আলীসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও হত্যারহস্য এখন পর্যন্ত উদঘাটন করতে পারেনি পুলিশ।

এদিকে হানিফের ছোটভাই সাজেদুল ইসলাম এশা তাঁর ভাইসহ তিনজনের হত্যার ন্যায়বিচার পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

গত জানুয়ারিতে সদর উপজেলার পাগলাকানাই এলাকায় ওবায়দুর রহমান নামের এক যুবকের দুই হাত ও দুই পা কেটে বিচ্ছিন্ন করে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা হলেও হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায়নি।

৩ মার্চ শৈলকুপার দেবতলা গ্রামে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণ করে স্থানীয় প্রভাবশালী যুবক রিপন কাজী। ভুক্তভোগীর বাবা প্রাণভয়ে তাঁর মেয়েকে পার্শ্ববর্তী কুষ্টিয়া শহরের একটি হাসপাতালে চিকিৎসা করান।

এ ঘটনায় থানায় মামলা হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত ডিসেম্বরে সদর উপজেলার বামনাইল এলাকায় মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ করে ওই এলাকার উঠতি বয়সী একদল যুবক। এর পর থেকে ওই পরিবারটি ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করছে।

অপরাধ বিশ্লেষক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, বর্তমানে খুব অস্থির সময় পার করছি আমরা। এখন সংস্কৃতি, প্রযুক্তির ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেক বিষয়ের প্রভাবে আমাদের জীবনধারার পরিবর্তন এসেছে। মানুষের মধ্যে আগের চেয়ে লোভ বেড়েছে। অপরাধ বৃদ্ধির পেছনে মাদকেরও বড় একটা প্রভাব রয়েছে। এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বেশ কিছু ঘটনা ঘটছে। অনেকেই নিজেদের ক্ষমতাসীন মনে করছে এবং তারাই এসব লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে। এগুলোর লাগাম এখনই টেনে ধরতে না পারলে সামনে আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, লোমহর্ষক অপরাধ সংঘটিত হওয়ার খবর আমরা পাচ্ছি। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি আরো বলেন, খুব দ্রুতই এ ধরনের ঘটনা কমে যাবে। এ ধরনের লোমহর্ষক অপরাধ যাতে না ঘটে, সে জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিয়ে-তালাক নিবন্ধন করা যাবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিয়ে-তালাক নিবন্ধন করা যাবে অনলাইনে

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯ সংশোধন করেছে সরকার। এর মধ্য দিয়ে এখন থেকে অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে। তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিও বহাল থাকবে। বিধিমালা সংশোধন করে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি। গতকাল বুধবার দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

 

মন্তব্য

আলিম পরীক্ষা শুরু ২৬ জুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আলিম পরীক্ষা শুরু ২৬ জুন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, যা ১২ আগস্ট শেষ হবে। গতকাল বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সূচি  প্রকাশ করা হয়। প্রথম দিন কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দিয়ে শেষ হবে।

১৩ থেকে ২১ আগস্টের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা হবে। সূচিতে বলা হয়েছে, ২০২৫ সালের আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘণ্টা ৩০ মিনিট। ব্যাবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহু নির্বাচনী অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় থাকবে।

 

মন্তব্য

দুই দিন বৃষ্টি বেশি থাকতে পারে, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুই দিন বৃষ্টি বেশি থাকতে পারে, কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে তাপপ্রবাহের এলাকাও কমতে পারে। আগামী শনিবার থেকে আবার বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

  এদিকে লঘুচাপের প্রভাবে দেশে যতটুকু বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখন কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি গতকাল দুপুর পর্যন্ত একই এলাকায় অবস্থান করছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ