<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় এক মাস বন্ধ থাকার পর খাগড়াছড়ির পর্যটনের দুয়ার খুলছে আজ। পর্যটক ভ্রমণের ওপর জেলা প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরেছে। সম্প্রতি পাহাড়ে কয়েকটি সহিংস ঘটনার কারণে প্রশাসন ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে তা বাড়িয়ে ৫ নভেম্বর পর্যন্ত করা হয়। এদিকে ভ্রমণে নিরুৎসাহ করার নির্দেশনা তুলে নেওয়ার খবরে পর্যটকরাও খুশি। তাই পর্যটকদের বরণে প্রস্তুত হচ্ছে এখানকার বিনোদনকেন্দ্রগুলো। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, নানা রংবেরঙের ফুলে ফুলে শোভা পাচ্ছে পর্যটনকেন্দ্র। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। এখন যাঁরা বেড়াতে আসবেন, তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করবে প্রকৃতিও।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পর্যটনকেন্দ্রগুলোতে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এর মধ্যে কোনো কোনো হোটেলে বুকিংও শুরু হয়েছে। ক্ষতি পুষিয়ে আবারও পর্যটন খাত ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা তাদের। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা জানান, দীর্ঘ এক মাস পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে এই শিল্পের সঙ্গে জড়িতদের অনেক ক্ষতি হয়েছে। তাই আগামীতে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি, আঞ্চলিক বিরোধ বা প্রশাসনের নিষেধাজ্ঞার আওতা থেকে পর্যটনকে মুক্ত রাখার অনুরোধ জানান তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>