<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার পথে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আরো দুজন মারা গেছেন। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর (গাজীপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) ও<strong> সখীপুর (টাঙ্গাইল</strong>) : শনিবার রাত ৩টার দিকে বন্ধু মামুনকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নাসির উদ্দিন, জুয়েল রানা ও মুসলিম উদ্দিন নামের তিন যুবকের মৃত্যু হয়। নিহত নাসির উদ্দিন (২৩) টাঙ্গাইলের সখীপুর উপজেলার আন্দিপূর্বপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে, জুয়েল রানা (৩২) একই উপজেলার দেবলচালা গ্রামের সেকান্দার আলীর ছেলে ও মুসলিম উদ্দিন (৩০) মধুপুর উপজেলার চাকন্দ বীরবাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার মামুন কুয়েতে থাকেন। ছুটি শেষে গত শনিবার রাত ২টার ফ্লাইটে তিনি কুয়েত যান। বন্ধুকে নামিয়ে দিতে শনিবার রাত ৮টার দিকে একটি প্রাইভেট কারযোগে বিমানবন্দরে যান নাছির উদ্দিন, জুয়েল রানা ও মুসলিম উদ্দিন। ফেরার পথে তাঁদের প্রাইভেট কারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর বোর্ডঘর এলাকার শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের কাছে তেল ভরার জন্য ইউ টার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশ করতে থাকে। এ সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, বাসটির চালক, সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ (আঞ্চলিক</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : গত শনিবার রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার সমুর্ত্তজাহান মহিলা কলেজের কাছে বাসের চাপায় একটি ইজি বাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের রামেরকান্দা গ্রামের মো. আবদুল হেকিমের ছেলে রহমত উল্লাহ (৪৫) ও একই উপজেলার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে হাবিবুল্লাহ (২২)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. খোরশেদুল আলম বলেন, বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</span></span></span></span></span></p>