<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। গতকাল রবিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদসংলগ্ন জেটিঘাটে কোরাল মাছটি ধরা পড়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রতিদিনের মতো সকালে বড়শি দিয়ে মাছ ধরতে যান দ্বীপের স্থানীয় ২০-৩০ জনের একটি দল। স্থানীয় যুবক মোদাচ্ছির আহমেদের (৩২) বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। পরে কোরাল মাছটি প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ থাকে। সরকারি বন্ধের কারণে সাগরে দিন দিন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তার মতে, সরকারি সিদ্ধান্তের সুফল হিসেবে বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>