<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালের সেপ্টেম্বর মাসের কোনো এক সকালের কথা। বাসা থেকে বের হয়ে সড়কে উঠতেই আতারুল হাবিব জোসেপ কুড়িয়ে পান একটি স্বর্ণের চেইন। সেই থেকে মালিকের খোঁজ করা শুরু। কিন্তু এখনো মালিককে পাওয়া যায়নি। প্রায় তিন বছর ধরে নিজের ফেসবুক আইডি ছাড়াও বন্ধু ও এলাকার ফেসবুক গ্রুপে উপযুক্ত মালিকের সন্ধান করছেন। আতারুল হাবিব জোসেপ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া নতুন বাজার মহল্লার মৃত ইসলাম উদ্দিন সরকারের ছেলে। স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করছেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জোসেপ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই চেইন নিয়ে আমি বড় বেকায়দায় পড়েছি। এই কয়েক বছরে কমপক্ষে ৩০ জন নারী-পুরুষ মানি রসিদসহ বিভিন্ন প্রমাণ নিয়ে এসেছেন চেইন নিতে। কিন্তু চেইনের ওজন ও ধরনের সঙ্গে মিল না থাকায় দেওয়া যাচ্ছে না। বিশেষ করে এই চেইনটি একটি ব্যতিক্রম চেইন। যার মধ্যে অন্য চেইন থেকে বেশ কয়েকটি আলাদা হুক রয়েছে। ওই হুকগুলোর মিল পাওয়া ছাড়াও হারানো স্থানের সঙ্গে মিল থাকলেই স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের লোকজনের সামনে চেইন ফিরিয়ে দেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>