<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেনের চাকা থেকে ইঞ্জিনের স্প্রিং খুলে যাওয়ায় রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে গতকাল দুপুর ২টা থেকে ট্রেন চলাচল পুরো মাত্রায় সচল হয়েছে। এতে গতকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় আট ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি টঙ্গী বর্ণমালা রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনের স্প্রিং খুলে যাওয়ার কারণে বিকল হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ের লোকজন ট্রেনটিকে টঙ্গী জংশনে ফিরিয়ে নেয়। এই কাজে এক ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এদিকে গতকাল ভোর ৬টায় ঢাকার উত্তরার জয়নাল মার্কেট এলাকায় একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-টঙ্গী রুটে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর বনমালায় মহুয়া ট্রেন বিকল হলে  আবার ট্রেন চলাচল বন্ধ হয়। দুটি সমস্যা সমাধান হওয়ায় দুপুর ২টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>