<p>যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওয়েলসলি কলেজের সহকারী অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের অ্যাসোসিয়েট মেম্বার ড. লামিয়া মওলার একটি গুরুত্বপূর্ণ গবেষণা নিবন্ধ সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। এই গবেষণায় নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য ও ছবি ব্যবহার করে ‘ফায়ারফ্লাই স্পার্কল’ নামের একটি নবীন গ্যালাক্সি আবিষ্কারের কথা বলা হয়েছে, যা বিগব্যাংয়ের মাত্র ৬০ কোটি বছর পর গঠিত হচ্ছিল।</p> <p>গবেষণায় দেখা গেছে, ‘ফায়ারফ্লাই স্পার্কল’ গ্যালাক্সিটি ১০টি উজ্জ্বল তারাপুঞ্জ নিয়ে গঠিত, যার প্রতিটির ভর আনুমানিক ১০ লাখ সূর্যের সমান। গ্যালাক্সিটির কাছাকাছি দুটি ছোট সঙ্গী গ্যালাক্সি রয়েছে, যেগুলো ‘ফায়ারফ্লাই-বেস্ট ফ্রেন্ড’ এবং ‘ফায়ারফ্লাই-নিউ বেস্ট ফ্রেন্ড’ নামে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে প্রাচীন মহাবিশ্বে গ্যালাক্সির গঠন ও বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এই গবেষণার কাজে ড. লামিয়া মওলা ছাড়াও ছিলেন উত্তর আমেরিকা, ইউরোপ এবং জাপানের ২১ জন বিজ্ঞানী।</p> <p>ড. লামিয়া মওলা বলেন, ‘ফায়ারফ্লাই স্পার্কল থেকে আসা আলো আমাদের কাছে পৌঁছতে ১৩.২ বিলিয়ন বছর সময় লেগেছে। তবে যেহেতু মহাবিশ্ব ক্রমপ্রসারমাণ, তাই এই সময়ের মধ্যে গ্যালাক্সিটি আমাদের কাছ থেকে আরো অনেক অনেক দূরে সরে গেছে।’ সংবাদ বিজ্ঞপ্তি।</p> <p> </p>