<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতিগুলোর প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান উৎসবের দিনে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। গত রবিবার রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা, সাধারণ সম্পাদক রুমেন চাকমা ও জেলা শাখার সভাপতি জিকো চাকমাসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, এসএসসি পরীক্ষার রুটিনে ১৩ ও ১৫ এপ্রিল যথাক্রমে বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রাখা হয়েছে। এর মাঝে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন সরকারি ছুটি দেওয়া হয়। তবে জুম্ম জনগণের প্রধান সামাজিক উৎসবাদি ছুটির আওতায় আনা হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>