<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তেলের সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্যসহ গুঁড়া চাল-ডাল না রাখলে ভোলা ও চরফ্যাশনের খুচরা ও পাইকারি দোকানগুলোতে দেওয়া হচ্ছে না পুষ্টি, রূপচাঁদা, তীরসহ বিভিন্ন কম্পানির সয়াবিন তেল। এই সিন্ডিকেট ডিলার, না কম্পানির খোঁজ নিচ্ছে না কেউ। পাঁচ কেজি ওজনের বোতলের গায়ে মূল্য ৮০৮ টাকা থাকলেও ডিলাররা খুচরা ও পাইকারি দোকানগুলোতে দিচ্ছেন ৮৫০ টাকায় এবং প্রতি কেজি সয়াবিন তেলের সঙ্গে বাধ্যতামূলক কোনো না কোনো পণ্য নিতে হবে। এখানে ডিলাররা দোকানির কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৩০ থেকে ৩৫ টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছেন। দোকানিরা ক্রেতার কাছে বিক্রি করছেন ৮৭০ থেকে ৮৮০ টাকায়। এ নিয়ে বিপাকে মুদি ব্যবসায়ীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোলার চরফ্যাশন বাজারের মুদি ব্যবসায়ীরা বলছেন, এক মাস ধরে তেলের সংকটে আমরা অতিরিক্ত মূল্য দিয়েও সয়াবিন তেল পাচ্ছি না। বাধ্য হয়ে প্রতি কেজি তেলের সঙ্গে গুঁড়া চাল, ডাল, ময়দাসহ বিভিন্ন পণ্য ডিলারের কাছ থেকে কিনে তেল সংগ্রহ করতে হচ্ছে। এই অতিরিক্ত দামে তেল বিক্রি করতে গিয়ে দর-কষাকষিতে মনোমালিন্য হচ্ছে। এই সংকট কবে কাটবে বা কাটবে কি না, এ কথার উত্তর দিচ্ছেন না ডিলাররা। ডিলাররা বলছেন, তেল নিলে নেন, না নিলে সরে যান। আমাদেরই বেশি দামে ক্রয় করতে হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পুষ্টির ডিলার নিজাম উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসখানেক ধরে সয়াবিন তেলের সংকট। অতিরিক্ত মূল্য রেখেও দোকানিদের ঠিকমতো তেল দিতে পারছি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>