<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই চোখে স্বপ্ন ছিল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদেশে গিয়ে রোজগার করে সংসারের অভাব ঘোচানোর। কিন্তু এই স্বপ্ন এখন গুড়েবালি। মো. রঞ্জু মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা দিয়ে সৌদি আরবে গিয়ে প্রতারিত হয়েছেন মামা-ভাগ্নে। দেড় মাস ধরে সেখানের আরেক প্রতারকের খপ্পরে পড়ে তালাবদ্ধ অবস্থায় অল্প খেয়ে দিন পার করছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের পাঁচগয়েশপুর গ্রামের মামা হাবিবুল্লাহ (৩২) ও ভাগ্নে মো. শাহজাহান (২২)। সেখান থেকে অমানবিক কষ্টের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়ে দেশে ফিরে আসার আকুতি জানাচ্ছেন তাঁরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো ধরনের কাজ না পেয়ে তাঁরা দেড় মাস ধরে আটক থাকা অবস্থায় শুধুই ডালের পানি দিয়ে ভাত খেয়ে জীবন পার করছেন। পরিবারের লোকজন এ অবস্থার কথা শুনে ও মোবাইলে দৃশ্য দেখে পাগলপ্রায়। বিদেশে পাঠানো দালাল রঞ্জু মিয়াও এখন লাপাত্তা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নান্দাইলের গাঙাইল ইউনিয়নের পাঁচগয়েশপুর গ্রামের আলী আকবরের ছেলে হাবিবুল্লাহ ও গিয়াস উদ্দিনের ছেলে মো. শাহজাহান ১০ লাখ টাকা দিয়ে গত ১৩ নভেম্বর সৌদি আরবে যান। বাংলাদেশ থেকে রঞ্জু মিয়া পাঠালেও ওই দিন দুজনকে রিয়াদে রিসিভ করেন সেখানকার দালাল আলম মিয়া। গত কয়েক দিনে ঘুরেফিরে ওই এলাকার তিনটি জায়গায় রাখা হয়েছে তাঁদের। বিদেশে পাঠানো ব্যক্তির কথামতো কোনো ধরনের কাজ পাননি তাঁরা। বর্তমানে একটি চক্র তাঁদের ছাড়াও কমপক্ষে ৪০ জনকে আটকে রেখেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার ভিডিও কলে কান্নায় ভেঙে পড়ে শাহজাহান তাঁর পরিবারকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি বাঁচতে চাই। দেশে ফেরানোর ব্যবস্থা করো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহজাহান আরো বলেন, তারা দেড় মাস ধরে আটক রয়েছেন রিয়াদের সোলাই-১৫ এলাকায়। হয়তো নির্ধারিত সময়ের পর এখানকার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবারের লোকজনের অভিযোগ, বিদেশে নেওয়ার আগে দালাল রঞ্জু মিয়া জানিয়েছিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে ৪০ হাজার টাকা বেতনের কাজ পাবেন। কিন্তু সৌদিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তাঁরা। এ অবস্থায় রঞ্জুকে খোঁজ করে বাড়িতে পাওয়া যায়নি। ফোন করলেও তিনি ধরেন না।</span></span></span></span></p>