<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাল্টাপাল্টি অভিযোগে বিরোধ প্রকাশ্যে এসেছে খুলনার নৌপরিবহন ব্যবসায়ীদের সংগঠন খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপের। এ নিয়ে এক পক্ষের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও স্মারকলিপির পর পাল্টা সংবাদ সম্মেলন করেছে আরেক পক্ষ। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রদের সহায়তায় গঠিত পক্ষের আহ্বায়ক এ এম আকবর আলী আওয়ামী লীগ দোসরমুক্ত সংগঠন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট অভ্যুত্থানের পর শেখ পরিবারের দখলে থাকা নৌপরিবহন মালিক গ্রুপ মুক্ত হয়। পরবর্তী সময়ে গঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তাহেদ আলী নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেন। তাঁর প্যানেলের সদস্যরা আওয়ামী লীগের নেতা। এ ছাড়া একজন সদস্য আদালতে মামলা করেন। এমন অবস্থায় বৈষম্যবিরোধী সমন্বয়করা উভয় পক্ষকে নিয়ে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি করে দেন। আমরা স্বৈরাচারী দোসরদের কাছ থেকে নৌ সেক্টরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাই। অথচ একটি পক্ষ বিতর্ক সৃষ্টি করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অন্যদিকে খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপে অবৈধভাবে অ্যাডহক কমিটি গঠন করে সংগঠনের দখল চেষ্টা ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে অন্য পক্ষ।</span></span></span></span></span></p>