<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার চাপাইর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মেদীয়াশুলাই এলাকায় ওই সমাবেশ হয়। সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সামাদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতার উজ-জামান, পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি হযরত আলী মিলন, সদস্য খন্দকার পাভেলুর রহমান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবী আহমেদ দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম, কালিয়াকৈর যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন প্রমুখ।</span></span></span></span></p>