<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনের প্রতিবেশ ব্যবস্থা সুরক্ষার লক্ষ্যে সরকার ৫৩টি রক্ষিত এলাকা ঘোষণা করেছে। বনের সেই রক্ষিত এলাকায় সুষ্ঠু ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চকরিয়ার ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে গতকাল রবিবার সকালে মূল সাফারি পার্কের বাইরে প্রি-এন্টি জোন এলাকাকে পরিবেশদূষণ থেকে রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ডুলাহাজারা কলেজিয়েট স্কুলের বেশ কিছু শিক্ষার্থীকে নিয়ে প্লাস্টিক, পলিথিন ও দূষণমুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ১৪ ধারা প্রতিপালনসহ সাফারি পার্কের অভ্যন্তরে মাইক, সাউন্ড বক্স, গান-বাজনা, সিঙ্গল ইউজ প্লাস্টিক, পলিথিন ব্যবহার এবং বনভোজনসহ ক্ষতিকর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নিয়ন্ত্রণাধীন সংরক্ষিত বনাঞ্চলের ইকোট্যুরিজম কেন্দ্রগুলোয়ও একই কার্যক্রম বন্ধে কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, বর্তমান পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় দেশের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনের প্রতিবেশ ব্যবস্থা সুরক্ষার লক্ষ্যে ৫৩টি রক্ষিত এলাকা ঘোষণা করেছে। বনের সেই রক্ষিত এলাকায় সুষ্ঠু ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে রক্ষিত বন এলাকার দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। একইভাবে পার্কের অভ্যন্তরেও একই ধরনের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এতে পুরো পার্কজুড়ে পলিথিন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ হওয়ায় সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এবং এই ধারা অব্যাহত রাখা হবে।</span></span></span></span></span></p>