<p>ব্রহ্মপুত্র ন‌দে নাব‌্যতা সংক‌টের কার‌ণে কু‌ড়িগ্রা‌মের চিলমারী-রৌমারী নৌ রুটে ১৭ দিন ধ‌রে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।</p> <p>তিনি জানান, ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে আবারও ফেরি চলাচল শুরু হবে।</p> <p>ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর থে‌কে পাথর‌বোঝাই ট্রাক নি‌য়ে আসা চালক আব্দুল ম‌তিন</p> <p>ব‌লেন, ‘ফে‌রি চলাচল যে বন্ধ সেটা জানতাম না। তিন দিন ধ‌রে ট্রাক নি‌য়ে রাস্তায় প‌ড়ে আছি। সম্ভবত ফে‌রি চলাচল শুরু হ‌তে দে‌রি হ‌বে। ক‌বে ফে‌রি চালু হ‌বে এ বিষ‌য়ে কিছুই বল‌তে পার‌ছে না কর্তৃপক্ষ।’</p>