<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্ধ হয়ে গেল প্রায় ৪০ বছরের পুরনো প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পলিকন লিমিটেড। গতকাল বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়। দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে ছিল। কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, ডলারসংকটের কারণে গত এক বছরের অধিক সময় কাঁচামাল আমদানি করতে ব্যর্থতা, ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিংয়ের উৎপাদন ৮০ শতাংশ কমে যাওয়া ও ব্যাংক লোনসহ নানা চাপে প্রতিষ্ঠানটি চালানো সম্ভব হচ্ছে না।</span></span></span></span></span></p>